প্রবাসী

হৃদয়ে দুঃখের পাহাড় চেপে,

মুখে ফুটাই হাসি

কষ্ট করে টাকা কামাই মোরা প্রবাসী।


মাথার ঘাম পায়ে ফেলে

টাকা পাঠাই দেশে,

সব সময় শ্রম নষ্ট করে

থাকি প্রবাসেতে।


দেশে ফিরে আসি যখন,

মা বাবা ভাই বোনের কাছে.

ঋণের টাকা পরিশোধের জন্য ছুটি প্রবাসেতে।


নিজের জীবনের সুখের আসা ছেড়ে

দেশে পাঠাই টাকা,

সত্যি কি ঘুরবে আমাদের

জীবনের ভাগ্যের চাকা।


বিশ্বাস করে দেই টাকা,

দেশের আর্থিক অবস্থার রাখি সচল

দেশে ফিরলে ভোগান্তির শিকার,

বিমান বন্দর গেলে!

মাল ছামানা টানতে হয়

কাঁধে চেপে টেনে।


কষ্টের কথা বলবো কারে?

বোঝার নাইতো কেউ,

সবাই কি বুঝবে প্রবাসীদের

বুকের কষ্টে ঢেউ।


প্রবাসের মতো কষ্টের জীবন

আছে কি আর কোথায়?

ঈদ,পূজো, পার্বণে ছুটি কি পাবো সেথায়।


করোনা মহামারী সময় দেশে ছুটি পড়েছে যখন!

প্রবাস জীবনে রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠায়

দেশের আর্থিক অবস্থার রাখে সচল।

কবিতাঃ প্রবাসী

      _জয় দে (অভি)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ