মা
মায়ের ভালোবাসা কখনো পুরায় না,
পুরায় না তার আদরের চাদর।
আচ্ছা মা যদি কখন আমি না থাকি,
হয়ে যাই আকাশের তারা, তখন তুমি কি করবে?
নিশ্চয়ই দু চোখ জল আর বুক ভরা ব্যাথা নিয়ে
দিনের পর দিন রাতের পর রাত চোখের জলে ভাসবে।
সবাই ভুলে যাবে কিন্তু মা তুমি কখনো ভুলবে না আমায়
ভুলবে না সেই দশ মাসের কষ্ট সয্য করে হাড় ভাঙ্গা যন্তনা
সেই দশমাস গর্ভে রেখে কত কষ্ট করে আমায় দিয়েছো জন্ম।
কত যন্তনা সয্য করে দেখিয়েছো সুন্দর পৃথিবীর আলো
তার পরে ও মা কত কষ্ট দিয়েছি তোমায়
দিয়েছি কত দুষ্টামির ছলে না বুঝার বেদনা।
তবুও মা তুমি কখনো দেওনি কষ্ট আমাদের!
এখন মা তোমার জন্য পথ চেয়ে থাকি.
বাড়ি ফিরলে মা বলে ডাকি,
কতই না কষ্টে দিন কাটে তুমি ছাড়া.
কবে আসবে আবার বাড়ি?
কবিতাঃ মা
জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন