সেবিকা
সেবা করা যাদের ধর্ম,
গরীব দুঃখীদের যারা বুঝে মর্ম.
দূর দিনে দুঃসময়ে যারা পাশে থাকে প্রতিনিয়ত
তারাই তো বাংলাদেশের গর্ব।
রোগীরা সেবা নিতে আসে যখন,
রোগীদের পাশে থাকে যারা তখন.
সেবা দিয়ে সুস্থ করে তারা প্রতিদিন
শিশু থেকে বৃদ্ধ তাদের ব্যবহারে মুগ্ধ।
হাসিমুখে থাকে তারা সেবাই তাদের ধর্ম
নার্স হয়ে পালন করে তারা তাদের কর্ম।
সেবা দিয়ে সুস্থ করে হাসি ফুটায় মনে
তাদের কেউ বলে নার্স আবার কেউ বলে সেবিকা।
কবিতাঃ সেবিকা
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন