বৃষ্টি
দূত গতিতে দিচ্ছে যে সাড়া,
বৃষ্টি আসার আগে দিচ্ছে যে তাড়া.
বনে - জঙ্গলে নেই কোন পশু - পাখি খাড়া।
গোয়ালে দিচ্ছে গরু - ছাগলকে তাড়া,
ঘর থেকে করছে না কেউ ইশারা.
বাড়ি থেকে বের হয়েছি ভালো,
অর্ধেক পথে এসে দেখি আকাশ হয়েছে কালো.
চারদিকে নিভে গেছে সব আলো।
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ভালো
হাঁটছি যেই পথে মনে হয়েছে আধার নেমেছে রাতে
হাঁটার পথে কোন বন্ধু নেই আমার সাথে।
কবিতাঃ বৃষ্টি
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন