বেকার

আমারো তো মনে চায়?

বছরে এক বার আশে শারদীয় দুর্গা পূজা।

এই পূজায় হাত ভরে শপিং করতে!
গিয়ে বলতে মা এই শাড়িটা তোমার.
বাবা এই শার্ট টা তোমার.
ছোট ভাই বোনকে বলতে!
দেখ ভাই তোর জন্য শার্ট প্যান্ট কিনেছি.
দেখ বোন তোর জন্য জামা কিনেছি.
কিন্তু পারছি আর কই!
কারণ আমি যে বেকার।
বেকারদের কোন সাধ আহ্লাদ থাকে না.
থাকেনা কোন চাহিদা.
থাকে শুধু তোর কিছু না বলা কথা
আর থাকে তোর দ্বারা কিচ্ছু হবেনা.
বসেবসে বাবার অন্য ধ্বংস কর।

          কবিতাঃ বেকার 
_জয় দে (অভি)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ