আমার জন্মভূমি

 জন্মেছি মাগো জন্মেছি এই দেশে,

তোমার তোলে মাথা রেখে উঠেছি আমি হেঁসে.

জন্ম আমার ধন্য হল জন্মেছি এই দেশে।

তোমার কোলে দিওগো আমায় ঠাই,

তোমায় ছাড়া যাওয়ার যে জায়গা নাই!

তাই মাগো তোমায় কাছে চাই.

তোমার কোলে সুইলে শীতল বাতাস পাই।

জন্মেছি মাগো জন্মেছি এই দেশে,

জন্ম আমার ধন্য হল জন্মেছি এই দেশে।

সকাল হলে ডাকে পাখি,

পাখির ডাকে ঘুম ভাঙ্গে।

নয়ন মেলে দেখি যাকে,

সে যে আমার প্রাণের মাকে

সূর্যের সোনালী আলো, 

রৌদ্র করে হেলা।

মাকে ভুলে কেউ করোনা অবহেলা।

জন্মেছি মাগো জন্মেছি এই দেশে,

জন্ম আমার ধন্য হল জন্মেছি এই দেশে।

                               

কবিতাঃ আমার জন্মভূমি 

_জয় দে (অভি)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ