নদী

 নদী তুমি এতো বড়,

নদীর নাইকো শেষ।

কোথায় তোমার জন্ম,

কোথাইবা তোমার দেশ।


কে করেছে তোমায় সৃষ্টি, 

কেইবা করবে শেষ।

তোমার স্রোতে একুল ভাঙ্গে,

গড়ে দেয় ওকুল।


তোমার কোলে ফোটে উঠে,

রং বে রঙ্গের ফুল।

সে ফুলে হেসে উঠে নদীর চার কুল।


দেখতে লাগে সুন্দর,

গন্ধ তার মধুর.

সে নদীতে ফোটে উঠে, 

নানান রকম পদ্ম ফুল।


সে ফুল দেখতে লাগে মন বড় আকুল.

কোথায় তোমার জন্ম,

কোথায় তোমার দেশ।

কোথাইবা হবে তোমার চলার শেষ।


কবিতাঃ নদী

                                _জয় দে (অভি)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ