পূজোর আমেজ
দেখতে এসেছি পুজো.
একা একাকিত্ব মনে,
এসেছি প্রেম তলায়
প্রেমিকার নেই দেখা।
ঘুরতে হচ্ছে একা
মায়ের মাখে হাঁশির ছোঁয়া.
পুজো পুজো গন্ধ,
নতুন গানের ছন্দ,
পুজো দেখতে লাগছেনা মন্দ।
পুজো দেখতে লাগছে ভালো
যদি তোমার ছোঁয়া পেতো মন!
হারিয়ে যেতে চায় নিস্তব্ধ হৃদয়
তোমার ছোঁয়া কাটাতে কিছু সময়.
আগলে রাখবে পুরো জীবন।
কবিতাঃ পূজোর আমেজ
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন