মায়াবতী

এক মায়াবতী মনের মায়ায় বেঁধেছি নিজের মন.

যতটা থাকি দূরে ততটা মায়া বাড়ে অন্তরে.

মায়াবতী মায়া যেন পবিত্র প্রেমের সুধা,

সুধা টানে আঞ্চান করে আঞ্চান করে বেকুল মন।


মায়াবতী মায়ায় জড়িয়ে সরে থাকতে কাটছেন না সময়,

মনে চায় মায়াবতী প্রেমে গাটটে ছড়া ধুতির কেনে কাপড়.

মায়াবতীর মায়া যেন সব সময়ের ছায়া,

জড়িয়ে রাখুক ভালোবাসার মায়ায়। 


মায়াবতীর সাথে কাটানো সময় যেন মায়া ভরা.

মায়াবতীর সময় না পেলে দুঃখে ভরা জীবন।


কবিতাঃ মায়াবতী

                            _জয় দে (অভি)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ