ঘুম পারানী
ঘুমে যাচ্ছিল চোখ হারিয়ে,
ঘুমের কাছে দিলাম হাত বাড়িয়ে।
মনে হচ্ছে যাচ্ছি কোথায় হারিয়ে,
ভাবছি কোথায় দিচ্ছি হাত বাড়িয়ে।
মন যেন গেলো কোথায় হারিয়ে,
ঘুমের রাজা ডাকছে আমায় হাত বাড়িয়ে।
মাথায় দিলাম হাত নাড়িয়ে,
সুতে নুতে হলো বালিশটা নাড়িয়ে।
যেন হারিয়ে গেছি স্বপ্নের রাজ পাহাড়ে.
ঘুমের চোখে লাগেনা কিছু ভালো,
ঘুমের রাজা জ্বেলেছে আধার আলো।
জানিনা তখন কি হলো.
ঘুম থেকে উঠে দেখি সূর্য মামা জ্বলেছে তার আলো,
জানিনা তখন মনে যেন কি হলো।
হাত - মুখ ধুয়ে এসেছি যখন খেতে,
ঘুমের রাজা এসেছে আবার নিতে।
এখন যাবো না ঘুমের রাজার সাথে।
যেতে হবে জোড়া দিঘির মাঠে.
খেলতে হবে বন্ধুদের সাথে।
সন্ধ্যে হলে সূর্য নামে পাটে
মা খোকাকে নিয়ে গেলো ঘুম পাড়ানীর খাটে.
ঘুম আসে দুই চোখ বটে।
কবিতাঃ ঘুম পারানী
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন