ক্ষনিকের জীবন
অপেক্ষা সেই দিনটার,
যে দিনটা সবাই মিলে বিদায় দিবে!
সেখানে থাকবেনা কোন ধনী গরিব ভেদাভেদ,
থাকবে না কোন ধর্ম বর্নের নির্বিশেষে.
শুধু থাকবে মনের আকুল চাওয়া।
জন্মের পরে কর্মেই হয় পরিচয়,
জন্ম দিয়ে চেনা যায় নারীক্ষয়
কর্মেই যে হয় তার মূল পরিচয়।
জন্মের পরিচয় ক্ষনিকের সুফল বয়,
কর্মের পরিচয় স্মৃতিতে বয়ে রয়.
সু-কর্ম সু-ধর্ম আজীবন সাথে রয়।
সৎ কর্মে পাপ্প অর্থ সুফল বয়,
অসৎ কর্মে পাপ্প অর্থ বিফলে যায়,
সৎ কর্মে সৎ ব্যবহারে মানুষকে হৃদয়ে স্থান.
বাজে ব্যবহাবে বাহিরে যান!
কবিতাঃ ক্ষনিকের জীবন
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন