একাকীত্ব জীবন

কিসের এতো অহংকার

কিসের এতো অভিমান

দিন শেষে তুমিওই একা

কাঁটাতে হবে একাকিত্ব রাত্রী।


কিসের এতো গৌরব

কিসের এতো হিংসা 

নিঃশ্বাস দেহ ত্যাগ করলে

নিজের আপন সবাই হবে পর।


কিসের এতো সমলোচনা

কিসের এতো আলোচনা

নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে

সবাই তোমার বিপক্ষে কথা বলবে

আর স্বার্থে বেঘাত হলে করবে সমলোচনা।


কিসের এতো বড়াই

কিসের এতো গর্ব

সময়ের ব্যবধানে সবই হবে ধ্বংস

হয়ে যেতে পার তুমিও নিঃস্ব।

             

কবিতাঃ একাকীত্ব  জীবন

  জয় দে (অভি)

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ