পথের পরশ মনি
দরিদ্র ঘরে আমাদের জন্ম
ক্ষুধার রাজ্য আমাদের চেনা
ক্ষুধার চোটে বের হয়ে পথে পথে থাকি
থাকতে হচ্ছে যেখানে সেখানে
খেতে হচ্ছে খুঁজে
ক্ষুধার কষ্ট ক্ষুধার্ত ছাড়া অন্য কেউ কি বুঝে?
পথে পথে ছুটে বেড়াই
একটুকু খাবারের খোঁজে
কত মনুষ কত খাবার না খেয়ে দেয় ফেলে।
চোখে মুখে কালো ছায়া
পেট ভরা ক্ষিধে
অল্প সল্প খাবার যদি আমাদের পেটে জুটে
শান্তি মত চলি তখন ঘুরে বেড়াই পথে।
পথের পাশের পরে থাকা স্তুপে
যদিও বা খাবার মিলে
দু্র্গন্ধে যায় পেটটা ফুলে
পেটে বড্ড ক্ষিধে
শরীরে নাহি পাচ্ছি বল
থাকতে হবে পথে ঘাটে
এটাই তো আমাদের সম্বল।
পথে পথে থাকি মোরা
সবাই মিলে হাসি
সুখে দুঃখে পাশে আছি সবাই
পথের পরশ মনি।
কবিতাঃ পথের পরশ মনি
_ জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন