যদি তুমি
যদি তুমি ইচ্ছে করে তার নেও খোঁজ?
ভাববে তোমার স্বার্থ আছে অবহেলা করবে রোজ।
যদি তুমি তার সাথে দেখা না কর?
ভাববে তুমি তাকে ভুলে গেছো নতুনের খোঁজে পাড়ি দিচ্ছো।
যদি তুমি তার সাথে যোগাযোগ কর রোজ?
ভাববে তোমার অন্য মতলব আছে দূরে সরবে রাখবেনা তোমার খোঁজ।
যদি তুমি তার কথা ভাবতে ভাবতে নেও তার খোঁজ?
দেখবে তোমার সাথে উপেক্ষা করে তার সবটুকু ইচ্ছে দিয়ে।
যদি তার ইচ্ছে হয় ঘুরতে যাওয়ার?
তুমি বলো তোমার সাথে যাবে কি ঘুরতে?
দেখবে তুমি তার সরূপ বের হবে কোনরূপে।
যদি বল দেখতে তারে করছে অনেক ইচ্ছা?
ভাববে সে তোমার সাথে দেখা করলে হয় কোন কিচ্ছা।
কবিতা: যদি তুমি
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন