মুখোশধারী মানুষ
মানুষ তো নয় যেন পশুর তুল্য
ব্যবহার যায় চেনা।
যতটুকু আগলে রাখবে পাশে,
সময় সুযোগে যায় চেনা।
স্বার্থ টুকু বেঘাত হলে দিয়ে দেয় পল্টি
আসলে নিজে নিজের আপন,
অন্য সবাই মুখোশ ধারি স্বজন.
পাশে থেকে যতই করো না কেন যত্ন,
তাদের স্বার্থে তোমায় নিবে যত্ন.
দেখবে লোকচক্ষুর ভিড়ে,
আসলে কি মনের ভিতরে কেউ কি ঢুকতে পাড়ে?
ব্যবহারে বংশের পরিচয়,
বলে যখন লোকে।
তোমার ব্যবহারে বলে দিতে পারে,
বংশ টুকু কেমন?
মন থেকে যতই করবে ভালো,
পরে শেষে হয়ে যাবে কালো.
স্বার্থের জন্য নিভিয়ে দিতে পারে
তোমার জীবনের আলো।
কবিতাঃ মুখোশধারী মানুষ
_জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন