যদি বলো
যদি বলো কখনো কি কাউকে মন দিয়ে দেখেছ!
উত্তরে বলবো আমি দেখতে চেয়েছি বার বার
দেখতে পারিনি তার রূপের বাহার
যানিনা কতটা যত্নে করেছে সৃষ্টি,
কি মধুর তার মায়ার দৃষ্টি।
যদি বলো কারো জন্য কখনো কি অপেক্ষা করেছ?
উত্তরে বলবো আমি করেছি তার অপেক্ষা,
যদি হয় কখনো তার অপেক্ষা করার প্রতিক্ষা।
হয়তো দেখা হবে কোন এক নতুন ভোরে
নীল রঙ্গের শাড়ি হাতে কাঁচের চুরি,
মাথায় ভরা ফুলের খোঁপা কাজল মাখা চোখে,
মায়াবী মুখে তাকিয়ে থাকবো দুই নয়নে চেয়ে।
কবিতা: যদি বলো
জয় দে (অভি)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন